English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:১৭

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর ও উন্নত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর ও উন্নত
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গভীর ও উন্নত।
 
বুধবার রওশন এরশাদের গুলশানের বাসভবনে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা সাক্ষাত সময়ে এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, 'বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ভাল বন্ধু ও প্রতিবেশির নয়। বরং বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়নে অংশীদার।' এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভারত ভবিষ্যতেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য  রওশন এরশাদ।

বিরোধীদল জাপা সংসদীয় গণতন্ত্রে কার্যকর ও ইতিবাচক রাজনৈতিক ধারা চালু করায় ভারত সরকারের পক্ষ থেকে রওশন এরশাদকে ধন্যবাদ জানান হর্ষবর্ধন শ্রীংলা। তাকে ভারতের সংসদীয় কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন বাবলু এমপি, ফখরুল ইমাম এমপি এবং ভারতীয় হাইকমিশনারের উর্ধ্বতন কর্মকর্তারা।