English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৭

ধার-দেনা শোধের পর তেলের দাম কমানো হবে

নিজস্ব প্রতিবেদক
ধার-দেনা শোধের পর তেলের দাম কমানো হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ধার-দেনা শোধ হলে প্রয়োজনে জ্বালানি তেলের দাম কমানো হবে। জাতীয় সংসদে বুধবার স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের প্রশ্নের উত্তরে  একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা সাবসিডি দিয়ে ডিজেল বিক্রি করেছি। যার ফলে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা লোন হয়ে গেছে। তখন তো কেউ বলেননি, আমরাও ডিজেলের দাম বাড়াই।

এই সময় বোধহয় কিছুটা আমরা সাশ্রয় করতে পারছি। এখন পেট্রোলিয়াম কর্পোরেশন আয় করে লোন শোধ করছে। ৩৮ হাজার কোটি টাকা লোন, ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা লোন শোধ করা হয়েছে এবং আরো শোধ করতে হবে। এছাড়া ভ্যাট, ট্যাক্সও রয়েছে সেগুলোও পরিশোধ করতে হবে। প্রায় ১৫/১৬ হাজার কোটি টাকা শোধ করতে হবে।’

তিনি বলেন, এতদিন যে আমরা ডিজেল কেনার জন্য ভর্তুকি দিলাম, লোন নেওয়া হল, সেগুলো আগে শোধ করে দেব। অর্থ্যাৎ ধার দেনা শোধ করার পরে প্রয়োজন হলে আমরা দাম কমাব।