English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১২

হজের নিবন্ধন শুরু ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
হজের নিবন্ধন শুরু ২৩ ফেব্রুয়ারি

হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। সৌদি আরবে হজ চুক্তি শেষে মন্ত্রী ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে পূনাঙ্গ ঘোষণা দেবে ধর্ম মন্ত্রণালয়।

গত ১০ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ২৩ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

গত রোববার চলতি বছর হজ পালনে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোটা বাড়ানোর প্রস্তাব থাকলেও চুক্তি অনুযায়ী এবারো এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার। বাকি ৯৬ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। সংশোধিত ‘জাতীয় হজনীতি-২০১৬’ অনুযায়ী প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন হবে।