English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৭

সাত বছরে বিদেশে গমন করেন ৩৪ লাখ কর্মী

নিজস্ব প্রতিবেদক
সাত বছরে বিদেশে গমন করেন ৩৪ লাখ কর্মী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত সাত বছরে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটির ছাড়পত্র নিয়ে বাংলাদেশি ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিদেশে গমন করেছেন।
 
বুধবার বিকেলে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
 
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত মোট ৯৭ লাখ ৬২ হাজার ৬৮৫ জন বাংলাদেশি কর্মী বিএমইটি এর ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেছেন।  এর মধ্যে বর্তমান সরকারের ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটির ছাড়পত্র নিয়ে বাংলাদেশি ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিদেশে গমন করেছেন।