English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০১
ঢাকা-চট্টগ্রাম

২২০ কিলোমিটার উড়াল সড়ক হবে

নিজস্ব প্রতিবেদক
২২০ কিলোমিটার উড়াল সড়ক হবে
ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২২০ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
 
পরিকল্পমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের উপর দিয়ে এই উড়াল সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হবে। ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে চট্টগ্রাম গিয়ে নামতে হবে। অন্যথায় ২২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের অন্য কোথাও থামবে না।’
 
মুস্তফা কামাল বলেন, এক্সপ্রেসওয়ের উপরে কোনো শপিং সেন্টার নির্মাণ করা হবে না। মহাসড়ক অনেক সময় হকাররা দখল করে। কিন্তু এখানে কারো দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পদ্মাসেতুর মতোই এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হতে যাচ্ছে।