English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৬

জাটকার বিচরণে ৬ষ্ঠ অভয়াশ্রম করার উদ্যোগ: মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
জাটকার বিচরণে ৬ষ্ঠ অভয়াশ্রম করার  উদ্যোগ: মাহমুদ

নতুন করে ইলিশ বা জাটকার বিচরণ ক্ষেত্র তৈরি করতে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় ৬ষ্ঠ অভয়াশ্রম করার  উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। রোববার জাতীয় সংসদে পিনু খানের (মহিলা আসন-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাটকায় প্রাচুর্যতা পর্যবেক্ষণ এবং পানির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে জাটকার অনুকুল পরিবেশ নিশ্চিত করবে। বরিশাল জেলার হিজলা উপজেলার নাছাকাটি পয়েন্ট, হরিনাথপুর পয়েন্ট, ধুলখোলা পয়েন্ট, ভাষানচর অঞ্চলে মেঘনার শাখা নদী হিজলা উপজেলার ধর্মগঞ্জ ও নয়াভাঙ্গানী নদী এবং মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশ বা জাটকার বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে নতুন এই অভয়াশ্রম করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের আব্দুল লতিফের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিংড়ি ও মৎস্যজাত পণ্যের নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কূটনৈতিক যোগাযোগ, বাংলাদেশি  বিভিন্ন মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান/ রফতানিকারকসহ বিভিন্ন মৎস্যপণ্য বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ। রফতানির লক্ষ্যে নতুন মৎস্যপণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রশিক্ষণ আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বাজারে স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সংরক্ষণ এবং বিপণনের বিষয়েও সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে। মৎস্য অধিদফতর দেশের আপামর জনসাধারণের নিরাপদ মাছ প্রাপ্তি নিশ্চিত করতে ফরমালিনের অপব্যবহার রোধে গণসচেতনা বৃদ্ধিতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য বাজার ও আড়ৎগুলোতে সচেতনতা সভা করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে বিভাগ ও জেলা পর্যায়ে ৮০টি ফরমালিন ডিটেকটিং ডিজিটাল কিট বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রতি জেলায় একটি করে ফরমালিনমুক্ত বাজার ঘোষণার উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও মন্ত্রী জানান।