English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৫

নিয়োগ পরীক্ষার ফি কমানোর পরিকল্পনা নেই: জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিয়োগ পরীক্ষার ফি কমানোর পরিকল্পনা নেই: জনপ্রশাসনমন্ত্রী

সরকারি চাকুরিতে নিয়োগ পরীক্ষার ফি কমানো বা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের ক্ষেত্রে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সরকারি দলের সদস্য এস এম মোস্তফা রশিদীর প্রশ্নোত্তরে তিনি জানান, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পে-অর্ডার/চালান/পোস্টাল অর্ডার নেয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে ‘অনগ্রসর নাগরিক” ব্যতীত সকল প্রার্থীর জন্য অফেরতযোগ্য সাতশ’ এবং একশ’ টাকা নেওয়া হয়।

এছাড়াও ১৩-১৭ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের জন্য অফেরতযোগ্য একশ’ টাকা এবং ১৮-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অফেরতযোগ্য ৫০ টাকা ফি নেয়া হয়ে থাকে। বর্তমানে সরকারি চাকরিতে আবেদনকারীদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য স্বল্প পরিমাণ ফি আদায় করা হয়ে থাকে। তাই নিয়োগ পরীক্ষার ফি কমানোর ক্ষেত্রে আপাতত কোন পরিকল্পনা নেই।