English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৮

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর মার্চে

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর মার্চে

রাজধানীর চাঁনখারপুলে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য এ ইনস্টিটিউটের নামকরন হবে প্রধানমন্ত্রী নামে। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজের পাশে চানখারপুলে যক্ষা হাসপাতালের পরিত্যক্ত জায়গাটি বেষ্টনী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ইনস্টিটিউটের উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক মানের এ প্রতিষ্ঠানটির নাম ‘শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ ঘোষণা দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘এ বিষয়ে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। জাতির জনকের পরিবারের সদস্যদের নামে কোনো কিছু করতে গেলে বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুমোদন নিতে হয়।’ ‘আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তাদেরকে (ট্রাস্ট) আমার চিঠি দেব আশা করি তারা যাতে সানুগ্রহ সম্মতি দান করেন।’

দেশীয় অর্থে এ ইনস্টিটিউটের কাজ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় বিশাল অঙ্কের অনুদান ঘোষণা করেছিলেন। আমরা প্রস্তাব দিয়েছি অনুদানের একটি অংশ তারা (ভারত) যেন ইনস্টিটিউট নির্মাণে দেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, দু’টি বেজমেন্টসহ ১৭ তলা ভিত্তির উপর ১১তলা বিশিষ্ট হবে ইনস্টিটিউট। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা।