English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩০

মধ্যরাতে শাহজালালে নামবেন মাহমুদ আব্বাস

নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে শাহজালালে নামবেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এশিয়ার তিনটি দেশে তার সফরের পথে আজ শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

ফিলিস্তিনি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের ফিলিস্তিনি প্রতিনিধিদলসহ মাহমুদ আব্বাস রাত ১২টা ৩০ মিনিটে এক ঘণ্টার যাত্রাবিরতিতে বিমানবন্দরে পৌঁছবেন। ঢাকায় আরব মিশনগুলোর প্রধানরা এসময় প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

পরে, সফররত প্রতিনিধিদল বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে জেরুজালেমের অতি সাম্প্রতিক ঘটনাবলী সংশ্লিষ্ট ইস্যু এবং চলমান ইসরাইলি আগ্রাসন নীতির বিষয়ে আলোচনা হবে। বিগত সেপ্টেম্বর থেকে ইসরাইলি আগ্রাসন জোরদার করার ফলে নিরীহ ফিলিস্তিনি নারী, যুবা ও শিশুসহ ১৭০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।

এছাড়াও, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের ভিত্তিতে ফিলিস্তিন সরকার সবসময়ই ফিলিস্তিনি পরিস্থিতি বিশেষ করে পবিত্র জেরুজালেম নগরীর অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে আগ্রহী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রটোকল প্রধান আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় বিমান বন্দরে উপস্থিত থাকবেন।

প্রেসিডেন্টের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিনিধি দলে রয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকি, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদিনি, কূটনৈতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. মাজদি আল খালিদি, বিশেষ অর্থনৈতিক উপদেষ্টা মুস্তাফা আবু আল রব এবং জর্ডানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আত্তাল্লা খাইরি।