English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫৩

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

নিজস্ব প্রতিবেদক
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

শীত শীত আমেজের মধ্যে প্রকৃতিতে সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।’ শীতের রুক্ষ প্রকৃতিতে বর্ণিলতা ছড়িয়ে ঋতুরাজ বসন্তের আগমনে রঙের ছোঁয়া লাগে বাঙ্গালীর মনেও। বসন্তের হাত ধরে কাল আসবে ভালবাসার উৎসব। আর পরের সপ্তাহে অাসবে ভাষা দিবস।

ফাল্গুনে বনে বনে ঝড়া পাতার জীর্ণতা পেরিয়ে আজ কচি পাতায় পাতায় নতুন প্রাণের জয়োগান মুখরতা। বসন্তের প্রকৃতিতে অবশেষে সুর খুঁজবে কোকিল। বসন্তেই বুনো ফুলের ঘ্রাণে মোহিত মৌমাছির চঞ্চল উড়াউড়ি।  নাগরিক জীবনে ঋতুরাজ বৈচিত্র নিয়ে ধরা না দিলে কোথাও পথের ধারে কৃষ্ণচূড়ার রক্তিম শোভা নানা যন্ত্রণাক্লিষ্ট ব্যস্ত নাগরিকেদের হঠাৎ মনে রাঙ্গিয়ে দেবে বসন্ত। নগরীর বৃক্ষনিবিড় কোন পার্কে কোকিলের ডাক ক্ষণিকের জন্য মুগ্ধ করবে তাদের। কিন্তু বসন্ত বরণ উৎসবের মধ্যমণি কিন্তু এ নগরই। উন্মুখ তারুণরা উচ্ছ্বাসে বসন্ত বরণ করে নিচ্ছে।

ফাল্গুনের প্রথম দিন সকাল থেকেই তরুণ-তরুণীরা বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে একুশের বইমেলা, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ মাতিয়ে রেখেছে। রমনা পার্কসহ  নানা গার্ডেনে তারুণ্যের উচ্ছ্বাস লক্ষ্য করা মত।

বাসন্তী পোশাকে সেজেছে তারা। তরুণীদের বাসন্তী রঙের শাড়ির সঙ্গে খোঁপায় থাকবে গাঁদা, গোলাপসহ নানা ফুল, থাকবে ফুলের মালা। তরুণরা বাসন্তী রঙের পাঞ্জাবি ও ফতুয়ায় সাজিয়েছে নিজেদের। শনিবার রাজধানীর পথে পথেই দেখা দেখা যাচ্ছে তাদের ভীড়। পাশাপাশি ফেসবুক, মুঠোফোনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার দিনভরই চলেছে বসন্তের শুভেচ্ছা বিনিময়। আজও বসন্তের শুভেচ্ছা বিনিময় করছে একে অপরের সঙ্গে।