English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৮

প্রমাণ ছাড়া কাউকে আটক নয়: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রমাণ ছাড়া কাউকে আটক নয়: আসাদুজ্জামান

উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে আটক করা যাবে না বলে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি হেড কোয়ার্টারে আয়োজিত এক কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ডাকাতি-হত্যাসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে নিরীহ লোক যেন হয়রানির শিকার না হন। কোনো অপরাধে দায়ের হওয়া মামলায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে কাউকে আটক করা যাবে না। উপযুক্ত প্রমাণ পেলেই কেবল আটক করা হবে বলে জানান তিনি।

এসময় মহানগর পুলিশের ‘মান্থলি ক্রাইম কনফারেন্স’ এ ডিএমপি বিভাগ-জোনের উপ-কমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।