English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০৫

খসড়ার ফোল্ডার মন্ত্রীরা পড়েন না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
খসড়ার ফোল্ডার মন্ত্রীরা পড়েন না: শেখ হাসিনা

মন্ত্রিসভার আইন, নীতিমালা, চুক্তির খসড়ার ফোল্ডার মন্ত্রীরা পড়েন না বলে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ অসেন্তোষ প্রকাশ করেন।

সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার বৈঠক ‘নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ শিপিং করপোরেশন আইনের খসড়া উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী আইনটি আরও পর্যালোচনা করে পুনরায় উপস্থাপন করার কথা বলেন। একজন সদস্য কোনো মন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীদের দিয়ে কমিটি করে কী হবে? তারা তো মন্ত্রিসভা বৈঠকের আইন-নীতিমালাগুলো পড়েন না। এ সময় বাংলাদেশ শিপিং করপোরেশন আইনের খসড়াটি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি কমিটিকে দায়িত্ব দেন।’

প্রধানমন্ত্রীর এ অসন্তোষের বিষয়ে এক প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক সময় আইন ও নীতিমালা অনুমোদনের সময় মন্ত্রীরা আলোচনায় অংশ নেন না। দু-একজন অংশ নিলেও তা হয় দুর্বল। সবই তার দৃষ্টিতে থাকে।’

আইনের ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকে প্রথমে খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে নীতিমালা ও চুক্তির ক্ষেত্রে একবারই অনুমোদন দেওয়া হয়।