English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৮

স্বার্থান্বেষী ইন্ধনে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অনিয়ম অভিযোগ করেন: মুহিত

নিজস্ব প্রতিবেদক
স্বার্থান্বেষী ইন্ধনে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অনিয়ম অভিযোগ করেন: মুহিত

বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিষয়ে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি দলের সাংসদ ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সম্ভবত কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বিশ্বব্যাংকের তৎকালীন কতিপয় কর্মকর্তা পদ্মা সেতুর বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। তবে এখন পর্যন্ত বিশ্বব্যাংক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

পদ্মাসেতু সংক্রান্ত একটি মামলা কানাডার আদালতে বিচারাধীন রয়েছে। বিশ্বব্যাংক মামলার অভিযোগ প্রমাণের জন্য আদালতে প্রাথমিকভাবে কিছু তথ্য সরবরাহ করেছে। কিন্তু আদালত অতিরিক্ত কিছু তথ্য চেয়েছে। বিশ্বব্যাংক তা সরবরাহ না করে বরং দায়মুক্তির সুযোগ নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে।

জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, পদ্মা সেতুর মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। এর মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮৮ লাখ ৭৬ হাজার টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে। বাকি টাকার মধ্যে জাপানি ঋণ মওকুফ তহবিলের ৩০০ কোটি ও ভারত সরকারের অনুদান এক হাজার ৩৬৫ কোটি টাকা।