English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৬

রাজাকারদের নামের তালিকা বের করবে সরকার: মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক
রাজাকারদের নামের তালিকা বের করবে সরকার: মোজাম্মেল হক

দেশে প্রথমবারের মতো রাজাকারদের নামসহ তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে রোববার এমনটি জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

দশম সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রোববার বিকেলে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চিহ্নিত যুদ্ধাপরাধীদের সঠিক নামের পূর্ণ তালিকা সরকারিভাবে তৈরি করা হয়নি। এমনকি সংরক্ষণও করা হয়নি। তবে রাজাকারদের নামসহ তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের রয়েছে।

মন্ত্রী বলেন, রাজাকরদের তালিকা তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা-বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। যারা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজাকাদের ভাতা দিত সেই তালিকাও সংগ্রহ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, একসময় এসব রাজাকার-আলবদর-আলশামসদের মাসিক ভাতা দেওয়া হতো। সে কারণে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মণ্ত্রণালয়ে বিষয়টি সংরক্ষিত ছিল নিশ্চয়ই।

কিন্তু ২০০১ সালের পর দেখা গেছে, সেই তালিকা উধাও। কিন্তু কোনো না কোনোখানে এ তালিকা রয়েছে নিশ্চয়। সেটি খুঁজে বের করে তাদের নামের তালিকা তৈরি করার কাজ চলছে। এছাড়া উপজেলা ভিত্তিক খোঁজখবর নিয়ে এসব রাজাকার-আলবদর-আলশামসদের তালিকাও সংগ্রহের চেষ্টা চলছে।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরও যেন চিনতে পারা যায়, সে লক্ষ্যে তাদের কবর একই ডিজাইনে করা হবে। যাতে কবর দেখলেই বোঝা যায় এটি মুক্তিযোদ্ধার কবর।