English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৩

আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। এঁরা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. নিজামুল হক।  হাইকোর্টের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়। 

আগামীকাল সোমবার নতুন তিন বিচারপতি শপথ হবে।

বর্তমানে আপিল বিভাগে ৬ জন বিচারপতি হয়েছেন। এঁরা হলেন প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।