English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৫

উন্নয়ন অব্যাহত হলে শিক্ষকদের বেতন লাখ টাকা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন অব্যাহত হলে শিক্ষকদের বেতন লাখ টাকা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে শিক্ষকদের বেতন ইতিমধ্যে দ্বিগুণ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সামনে কয়েক বছরের মধ্যে শিক্ষকদের বেতন লাখ টাকা হবে।

শনিবার দুপুরে চাঁদপুর জেলার কচুয়ায় ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, 'শিক্ষাক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য গুণগত মান অর্জন। গুণগত এ মান রাতারাতি অর্জন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে গুণগত মানের বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে ৫/৭ শ বছর সময় লেগেছে। তবে এ ক্ষেত্রে নিয়ামক শক্তি হচ্ছে শিক্ষক। প্রতিটি শিক্ষককে যদি আমরা নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তুলতে তাকে যথাযথ সম্মান না দেই- তবে মানসম্মত শিক্ষার কাজটি আমাদের সহজে হবে না।’

ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। অন্যান্যের মধ্যে স্থানীয় পুলিশ সুপার শামসুন্নাহার ও কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন।