English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০১

ফাঁকিবাজ ডাক্তারদের শাসন আহ্বান: নাসিম

নিজস্ব প্রতিবেদক
ফাঁকিবাজ ডাক্তারদের শাসন আহ্বান: নাসিম

ফাঁকিবাজ ডাক্তারদের শাসন করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জাতীয় সংসদে বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের করা এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা পদাধিকার বলে সংশ্লিষ্ট এলাকার সকল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। আমাদের কাছে তথ্য আছে, অনেক হাসপাতালের ডাক্তাররা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। এসব ফাঁকি ঠেকাতে সংসদ সদস্যদের নজর রাখতে হবে।’

স্থানীয় সংসদ সদস্যদের নিয়মিত হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সাধারণ রোগীদের সন্তোষজনক চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম।