English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩০

পুলিশের ইমেজকে ক্ষুণ্ন করছে, এরা কারা?

নিজস্ব প্রতিবেদক
পুলিশের ইমেজকে ক্ষুণ্ন করছে, এরা কারা?

‘পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা ঘটাচ্ছে, এরা কারা’— এমন প্রশ্ন উপস্থাপন করে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

মিরপুরে বাবুল মাতব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগের ঘটনা নিয়ে সংসদের অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি উত্থাপন করেন এ সংসদ সদস্য।

পীর ফজলুর বলেন, ‘সমস্ত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ বলে অভিহিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশ যখন শান্তিপূর্ণভাবে অগ্রগতির ধারায় সামনে দিকে এগিয়ে চলছে। রাজনীতির পরিবেশ যখন শান্ত, ঠিক সেই মুহূর্তে পুলিশের মধ্যে এরা কারা? তারা এ ধরনের ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য সমগ্র পুলিশ বাহিনীর ইমেজকে ক্ষুণ্ন করছে’যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই ধরনের কার্যক্রম কারা করছে। এবং তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে— তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করি।’

এদিকে রাজধানীর মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদার দাবিতে পুড়িয়ে দেওয়া বাবুল মাতব্বর (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মারা যান। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।

এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শাহ্‌ আলী থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মো. মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, শাহ আলী থানার এসআই মমিনুর রহমান ও নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই জগিন্দ্রনাথ ও কনস্টেবল জসিমকে ক্লোজড করা হয়েছে।

তিনি বলেন, ওই এলাকায় তারা দায়িত্বে ছিলেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের ক্লোজড করা হয়েছে।

রোকসানা বলেন, ‘আমার বাবাকে আগুন দিয়ে খুন করার জন্য দায়ী শাহ আলী থানা পুলিশের এসআই, কনস্টেবল, মাদক ব্যবসায়ী পারুলী, পুলিশের সোর্স দেলোয়ার, আইয়ুব আলী ও রবিন। তাদের নামে মামলা করতে থানায় যায়। কিন্তু থানা বলে, পুলিশের বিরুদ্ধে মামলা নেয়া হবে না। তারা আমাকে বাধ্য করে পুলিশের বিরুদ্ধে মামলা না দিতে।’

তবে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মণ্ডল বাবুল মাতব্বরের মেয়ে রোকসানার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ এ ঘটনায় জড়িত নয়। পাশাপাশি বলেন, মামলার এক নম্বর আসামি পারুলকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, বাবুল মাতব্বর গুদারাঘাট এলাকার সাত নম্বর রোডের এক বাসায় থাকেন। এলাকায় তার একটি চায়ের দোকান আছে। বুধবার রাত ৯.৩০ টায় শাহ আলী থানা পুলিশের নামে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কেরোসিনের চুলায় লাঠি দিয়ে বাড়ি দেন। এতে দোকানে আগুন লেগে যায়। এবং বাবুল দদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।