English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৬

শুধু পড়াশোনা নয়, খেলাধুলাও করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুধু পড়াশোনা নয়, খেলাধুলাও করতে হবে : প্রধানমন্ত্রী

 

জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলাও করতে হবে। তিনি বলেন, এখনকার অধিকাংশ ছেলে-মেয়ে শুধু পড়াশোনা করে। কিন্তু সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। আমরা স্কুলপর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো 'মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা'। সকাল সড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য সবাইকে অক্ষরজ্ঞান সম্পন্ন করা। কেউ নিরক্ষর থাকবে না। আমরা ৯৬তে যখন সরকার গঠন করি তখন সাক্ষরতার হার বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেই। ওই সময় সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৬৫.৫ ভাগে উন্নীত করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা দেখি বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতে সাক্ষরতার হার কমে গেছে। এখন সাক্ষরতার হার ৭১ ভাগে উন্নীত হয়েছে। আশা করছি, শিগগিরই এই হার শতভাগ হবে। তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। শিক্ষা জাতির অধিকার। এই অধিকার নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।