English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪০

স্বল্প আয়ের জনগনের জন্য ৩৮৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্বল্প আয়ের জনগনের জন্য ৩৮৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের আবাসন সমস্যা সমাধানের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকার মিরপুরে ৪৫০ বর্গফুট আয়তনের ৩৮৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার ।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ৩টি জেলা শহরে বস্তিবাসীদের আবাসন তৈরির লক্ষ্যে একটি সমীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্পের বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে। এবং আগামীতে সরকারের অর্থায়নে ঢাকার মিরপুরে স্বল্প আয়ের মানুষের জন্য ৫৫৫ বর্গফুট আয়তনের ৬৪৮টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকার আজিমপুর কলোনিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ তলা বিশিষ্ট ৭টি ভবনে মোট ৪৫৬টি ফ্ল্যাটে কাজ চলমান রয়েছে। ঢাকার মতিঝিল কলোনীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ তলা বিশিষ্ট ৪টি ভবনে ৫৩২টি ফ্ল্যাটের কাজ চলছে। এবং চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে ২৫০ বর্গফুট আয়তনের ৮০টি ডরমিটরি রুম। গণপূর্ত ই/এম বিভাগ-৮ এর ক্যাম্পাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮শ’ বর্গফুটের ১৫০টি, ৬৫০ বর্গফুটের ৭২টি এবং ১ হাজার বর্গফুটের ৬৬টি মোট ২৮৮টি ফ্ল্যাটের অনুমোদন পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজ সংলগ্ন গণপূর্ত অধিদপ্তরের জমিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮শ’ বর্গফুটের ২২৮টি এবং ৬৫০ বর্গফুটের ২২৮টি মোট ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মচারীদের জন্য ১ হাজার বর্গফুটের ১৫৬টি, ৮শ’ বর্গফুটের ১৫৬টি ও ৬৫০ বর্গফুটের ১৫৬টি মোট ৪৬৮টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন রয়েছে। এবং প্রতি জেলা ও উপজেলায় বহুতল ভবন ও ফ্ল্যাট নির্মাণ করে আবাসন সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি ‘পল্লী জনপদ’ কর্মসূচির আওতায় স্বল্প মূল্যের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।