English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২৩

দিনাজপুরে জান্তা ট্রাক কেড়ে নিলো চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে জান্তা ট্রাক কেড়ে নিলো চার প্রাণ
ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুরে কাঠবোঝাই জান্তা ট্রাক খাদে পড়ে চার ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।তারা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামে জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৮), রেজাউল করিম(৪২) ও দিলিপ সিং (৩৮)।

 
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন। তারা হলেন, মজিবর রহমান (৫২), আসাদ আলীকে (৪৮), আতিয়ার রহমান (৫৩), বাবুল মিয়া (৫৫) ও  তাহাজুল ইসলাম (৪০)। এদের মধ্যে তিনজনকে ফুলবাড়ী ও দুইজনকে পার্বতীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের রাস্তার ৩৫টি ইউক্লেপ্টাস গাছ ট্রাকে ভরে নয়জন শ্রমিক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি রাত সোয়া ১২টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে পৌঁছালে ঘন কুয়াশার কারণে রাস্তা থেকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে বলে জানান তিনি।