English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৭

পরিবহনে দুটি ভিন্ন আইন হবে: ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক
পরিবহনে দুটি ভিন্ন আইন হবে: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি পরিবারের একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না, এই ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স, ১৯৮৩ এর পরিবর্তে দুটি ভিন্ন আইন করা হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৫ ও সড়ক পরিবহন আইন-২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া ‘সড়ক পরিবহন আইন-২০১৫’ তে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

দশম সংসদের নবম অধিবেশনে সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরোনো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরাতন জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়েছে।