English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩৯

ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি

শুরু হলো বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হলো  বাংলা ভাষার মর্যাদা রক্ষার মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয় ভাষা শহীদদের রক্তে। একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে।

আর ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং পরে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসেবে উর্দু ঘোষণা করার সঙ্গে সঙ্গে গর্জে ওঠে পূর্ববঙ্গের ছাত্র জনতা, তীব্র প্রতিবাদ জানায় তারা। শুরু হয় রাষ্ট্র ভাষা বাংলা’র দাবিতে প্রতিবাদ, আন্দোলন, ভাষা সংগ্রাম।

বিকেলে পর্দা উঠছে অমর একুশে গ্রন্থমেলার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।