English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ২০:২৮

তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘স্বপ্ন না থাকলে সাফল্য আসে না। তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি। সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাদের অমিত সম্ভাবনাকে বিকশিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করতে হবে। আর সে জন্য তাদের স্বপ্ন দেখাতে হবে।’

রোববার কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ সব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়, স্যানিটেশন, কৃষি, তথ্যপ্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামাজিক শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের। যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখে। সময়ের চাহিদা বিবেচনায় রেখে সরকার দেশে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে সরকারি-বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা শতাধিক। তবে উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে আমাদের অবিরাম তৎপরতা চালাতে হবে। বাড়াতে হবে গবেষণার ক্ষেত্রও।’

চতুর্থ সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষা সমাপনকারী ৭ হাজার ১৯৪ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। আর তাদের মধ্যে চ্যান্সেলর পদক পেয়েছেন নয়জন শিক্ষার্থী। এছাড়া ২৫ জন পিএইচডি ও ১৩ জন এমফিল ডিগ্রি দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের হাতে সনদ তুলে দেন রাষ্ট্রপতি।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।