English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৫:৪১

কবি রফিক আজাদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক
কবি রফিক আজাদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

কবি রফিক আজাদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে জাতীয় কবিতা পরিষদ। আজ শনিবার জাতীয় কবিতা উৎসব ২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ দাবি জানান পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। এ সময় উপস্থিত মধ্যে ছিলেন কবি রবিউল হুসাইন, কবি কাজী রোজী, কবি ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি নাসির আহমেদ, কবি আসলাম সানী, কবি আমিনুর রহমান সুলতান, রফিক আজাদের সন্তান অভিন্ন আজাদ প্রমুখ।

কবি মুহাম্মদ সামাদ বলেন, রফিক আজাদ শুধু বরেণ্য কবিই নন, মহান মুক্তিযুদ্ধে কলম ছেড়ে অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাই বরেণ্য এই মানুষটি গত পনের দিন ধরে রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে আছেন। কিন্তু চিকিৎসার তেমন উন্নতি হচ্ছে না। তাই চিকিৎসার জন্য বিশেষ বিমানে বিদেশে পাঠানোর দাবি করছে জাতীয় কবিতা পরিষদ।

অভিন্ন আজাদ বলেন, বাবার কিডনি, ডায়াবেটিস, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা রয়েছে। এখানে চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করছেন। কিন্তু বাস্তবতা হল আমাদের দেশে এই রোগের আশু সমাধান সম্ভব নয়। তাই সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো বাবাকে সুস্থভাবে দেখতে পেতাম।