English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৩:০৫

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৬ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে প্রধানমন্ত্রী,  উদ্বোধন করবেন ৬ প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে পৌঁছেছেন। আজ শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করে। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেল পৌনে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী।

এরপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেনানিবাস এলাকায় দায়িত্বরত নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-নর্থ) তারেক আহমেদ বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছে সেখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেনানিবাসের অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী অক্সিজেন থেকে কাপ্তাই রাস্তা পর্যন্ত সিডিএ নির্মিত বঙ্গবন্ধু এভিনিউ ম্যুরাল, কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন এবং একই সময়ে বাইপাস সড়ক এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।  

এ ছাড়া লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।  অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, সিডিএর ৫ হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য আবাসিক এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন হাজারো মানুষ। চট্টগ্রামের এ উৎসবের দিনে পুরো চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত।