English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৫০

পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় একজন গ্রেপ্তার

পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় একজন গ্রেপ্তার

 

প্রায় নয়মাস পর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উৎ​সবে নারীদের উপর যৌন হয়রানি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার হাজি দেওয়ান প্রথম লেনে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশে উপপরিদর্শক (এসআই) দীপক কুমারের বরাত দিয়ে একটি সংবাদপত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীপক কুমার বলেছেন, কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা ​স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।  

গত বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎ​সব চলাকালে নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে। নিন্দা-প্রতিবাদে ফুঁসে উঠে সারাদেশ। ঘটনার পর শাহবাগ থাকায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়। পুলিশ সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত মোট আটজনকে শনাক্ত করে। এদের ছবিও প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে প্রত্যেকের ক্ষেত্রে এক লাখ পুরস্কারও ঘোষণা করা হয়। এতকিছুর পরও কয়েকদিন আগে কাউকে গ্রেপ্তার করতে না পারায় এই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়। তারপরই যৌন নিপীড়নের ঘটনায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।