English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৭:১০

আবাসিক গ্রাহকদের এলপিজি ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আবাসিক গ্রাহকদের এলপিজি ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবাসিক এলাকায় গ্যাস সংকট স্বাভাবিক। এটি কোনো বিষয় না। গ্যাস লাইনে কাজ চলছে। খুব শিগগির গ্যাস সংকট কেটে যাবে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার ভবন মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন ও লক্ষ্য অর্জন নবায়নযোগ্য শক্তি : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদির প্রদর্শনীর উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নসরুল হামিদ আবাসিক এলাকায় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের পরামর্শ দেন। প্রতিমন্ত্রী বলেন, যারা গ্যাস ব্যবহার করছেন আর যারা করছেন না, তারা যেন ধীরে ধীরে এলপিজির আওতায় চলে যান। তাহলে ধীরে ধীরে এ সংকট কেটে যাবে। আগামী তিন বছরের মধ্যে দেশের ৭০ ভাগ আবাসিক এলাকা এলপিজি আওতায় নিয়ে আসা হবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘কীভাবে স্বল্পমূল্যে এলপিজি সবার আওতায় নিয়ে আসা যায়, সে চেষ্টা অব্যাহত রয়েছে। আগামী দিনে আমাদের টার্গেট হলো আবাসিক খাতকে সম্পূর্ণরূপে এলপিজির আওতায় নিয়ে আসা। এলপিজির দাম কমেছে। ভবিষ্যতে আরো কমবে। আমি মনে করি এলপিজি ব্যবহার করলে আবাসিক এলাকায় কোনো গ্যাস সংকট থাকবে না। কীভাবে এর মূল্য হ্রাস করে সবার জন্য গ্রহণীয় করা যায়, সে ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সাসটেইনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, প্র্যাকটিকেল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সোলার এনার্জি সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহতাশাম হোসেন।