English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১১:১৩

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশর অবস্থান ১৩তম : টিআইবি

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশর অবস্থান ১৩তম : টিআইবি

 

দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৩ নম্বরে। বাংলাদেশের র‌্যাংকিং ১৩৯। বুধবার ‘করাপশন পারসেপশনস ইনডেক্স ২০১৫’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং সবচেয়ে কম ডেনমার্ক।২০১৪ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৪ তম।

বিশ্ব জুড়ে দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই ২০১৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স ২০১৫)র তথ্যে এসব তথ্য উঠে এসেছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই প্রতিবেদন প্রকাশ করে।
 
সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বিশ্বের ১৬৭ দেশকে বিবেচনা করা হয়েছে। এতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশে হিসেবে উঠে এসেছে সোমালিয়ার নাম। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ডেনমার্ক।