English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১২:১৬

পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৫ সালের ৪ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোট দেশে যে নাশকতা শুরু করেছিল, তখন পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছিল। বিএনপি-জামায়াতের অনৈতিক কর্মসূচির বিরুদ্ধে তারা সুদৃঢ় ও সাহসী ভূমিকা রেখেছে।