English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ২০:২৮

দেশে লাখের বেশি কোটিপতি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশে লাখের বেশি কোটিপতি : অর্থমন্ত্রী

তফসিলি ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৫ সালেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে কোটি টাকার হিসাবধারী রয়েছেন এক লাখ ১৪ হাজার ২৬৫ জন। ২০১১ সালের পর এই সংখ্যা বেড়েছে ৩৬ হাজার ১১৫ জন। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতি হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৮ হাজার ৫৯১টি, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক লাখ আট হাজার ৯৭৪টি এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২৬৫টি।

এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তবে তা ব্যাপক নয়। জাল টাকার প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলব্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জাল নোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।