English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৯:০২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

নিজস্ব প্রতিবেদক
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে। অাজ সোমবার ভোর রাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল মঙ্গলবার এই তাপমাত্রা একই থাকতে পারে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত এ শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকবে। এ কারণে আগামীকালের তাপমাত্রা আজ রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি থাকতে পারে। তবে, দিনের বেলায় আকাশে রোদ থাকায় আবহাওয়া উষ্ণ থাকবে। বাতাসের সাথে কনকনে শীতও থাকবে বলে জানান তিনি।

গোপালগঞ্জে হঠাৎ করে তামমাত্রা কমে যাওয়ায় জেলার শিশু, ছিন্নমূল ও গরিব জনগন কষ্ট পাচ্ছে। এ কনকনে ঠাণ্ডায় জেলার শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা বাড়ছে। টানা কয়েকদিন শীতের অবস্থা এমন থাকলে ঠাণ্ডাজনিত রোগ আক্রান্ত আরও বাড়বে। তাই এ অবস্থায় বিশেষ করে শিশুদের গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখতে পরামর্শ দেন স্থানীয় চিকিৎসকরা।