English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৮

সাংবাদিক আলতাফ মাহমুদের দাফন সোমবার

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক আলতাফ মাহমুদের দাফন সোমবার

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দাফন সোমবার সম্পন্ন হবে। এ দিন পিতা মাতার কবরের পাশে শায়িত হবেন এই সাংবাদিক নেতা । পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় স্থানীয় জৈনপুরী পীর সাহেব খানকা মাদ্রাসা মাঠে ৩য় দফা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ডাকুয়ায় ৪র্থ দফা জানাযা শেষে তার পিতা মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হবে।

এ দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভপতি আলতাফ মাহমুদের মরদেহবাহী হেলিকপ্টারটি আজ বিকেল সাড়ে চার টায় তার নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসা হয়। এ সময় লাশের সাথে তার স্ত্রী, সন্তানসহ পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ছিলেন। এসময় মরহুমের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উপজেলা শহরের রূপনগরে তার মরদেহ রাখা হয়। এ সময় পটুয়াখালী প্রেসক্লাব, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা উপজেলা প্রশাসন, গলাচিপা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।