English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:৩৭

চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘট অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘট অব্যাহত

তিন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পঞ্চম দিনের মতো চলছে চিকিৎসকদের ডাকা ধর্মঘট। এর ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগীরা। রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সমাবেশে যোগ দেবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেডিকেল কলেজ চত্বরে সমাবেশ করবেন আন্দোলনরত চিকিৎসকরা। এতে উপস্থিত থাকবেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ। গত ৯ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগী মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজনরা।

মোহাম্মদ শরীফ জানান, হাসপাতালে হামলাকারীদের আইনের আওতায় এনে সাজা দিতে হবে। সম্মানজনক সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করে নেবেন বলেও জানান তিনি।