English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ২৩:৪৫

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা থাকবে

অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা থাকবে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ  বলেছেন, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া  হবে

শনিবার রাজধানীর উত্তরার লা মেরিডিয়ান হোটেলে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,নিরাপত্তায় আন্তর্জাতিক মান বিবেচনায় প্রযুক্তিগত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।  আইসিসি ও বিসিবির কর্মকর্তারা নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন।

তিনি আরও আরো বলেন, বিশ্বকাপ ও এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আমাদের রয়েছে। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সব ধরনের হুমকি, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এতে প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়েও বেশি জোর দেওয়া হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক  বলেন, একটি ভেহিকেল স্ক্যানার কম সময়ে ২শ ফোর্সের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। বিশ্বকাপ উপলক্ষে হোটেল, খেলার ভেন্যুগুলো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। নিরাপত্তা রক্ষায় জিপিএস পদ্ধতি, ভেহিকেল স্ক্যানার, ডগ স্কোয়াড, ভেন্যু অপারেশন কমান্ড স্থাপনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

বেনজির আহমেদ বলেন, নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও সকল গোয়েন্দা বাহিনীর সদস্যরা পরস্পরের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্বকাপের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের সকল নাগরিককে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

উল্লে্যে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আগামী ২৭ জানুয়ারি থেকে দেশের চার জেলার ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতবে।