English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৮:০৫

নৌবাহিনীর নতুন প্রধান নিজাম উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নৌবাহিনীর নতুন প্রধান নিজাম উদ্দিন আহমেদ
ফাইল ছবি

 

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদকে।বৃহস্পতিবার এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি বিকেলে নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদের নিয়োগ কার্যকর হবে।তিনি নৌবাহিনীর বর্তমান প্রধান এডমিরাল এম ফরিদ হাবীবের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মাদারীপুরের সন্তান নিজামউদ্দিন আহমেদের জন্ম ১৯৬০ সালে। ১৯৮১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি ফ্রান্সের কলেজ ইন্টারেমি ডি ডিফেন্স কলেজ থেকে পিএসসি ডিগ্রি পান।