English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৮:১২

পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যারা পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছে তাদের ক্ষমা নেই। তাদের বিচার এ বাংলার মাটিতে হবে।' বৃহস্পতিবার বিকেলে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জয়লাভ করেও আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি। আমরা চাই শান্তি, তারা চান অশান্তি।'

প্রধানমন্ত্রী বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, সে অনুযায়ী স্বাধীনতার সুফল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই আওয়ামী লীগের লক্ষ্য' সিলেটের বিভিন্ন সময়ে জঙ্গি হামলার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এ সব জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করা হয়েছে।' তিনি বলেন, 'জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কী না তা জানি না। বিএনপি- জামায়াত এক হয়ে ২০১৫ সালের  জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেভাবে তারা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তার বিচার  অবশ্যই হবে।' তিনি আরো বলেন, 'একই কায়দায় ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য তারা মানুষ হত্যা করেছে।'
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মানুষের জন্য পুরস্কার নিয়ে আসে। দেশের মানুষের উন্নতি হয়। আজকের বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল।' এর আগে বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করতে যান। পরে রিকাবিবাজারে মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
 
এদিকে, এ সফরে প্রধানমন্ত্রীর জন্য ছয় স্তরের নিরাপত্তাবলয়ের পাশাপাশি নগরীর নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নগরীতে শোভা পাচ্ছে বিশাল বিশাল বিলবোর্ড, ডিজিটাল ফেস্টুন, পোস্টার, ব্যানার। ওসমানী বিমানবন্দর থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। এবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করেছে।