English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১২:০৮

কল্যাণপুরে বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ-জনতা ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
কল্যাণপুরে বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ-জনতা ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর কল্যাণপুর এলাকার পোড়া বস্তিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উচ্ছেদ অভিযানে গেলে বিক্ষুব্ধ বস্তিবাসীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিলো।

ঘটনার পর পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় প্রচণ্ড যানজট। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারে দেখা যায়, লাঠি-সোটা হাতে বস্তিবাসীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ছে। কয়েকটি জায়গায় ছোট ছোট জিনিসপত্রে আগুনও জ্বালানো হয়েছে। আরো দেখা যায়, পুলিশ বন্দুক উচিয়ে ছুটে যাচ্ছে তাদের দিকে।