English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১০:৩৩

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কয়েক ঘন্টার সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণে প্রস্তুত সিলেট। সম্পন্ন হয়েছে সব আয়োজন। পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট সফরকালে তিনি স্থানীয় মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন এবং বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করবেন। এ ছাড়া একটি জনসভায়ও তিনি বক্তব্য দেবেন। টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী।