English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১৮:২৪

বৃষ্টিপাত কমলে ঠাণ্ডা প্রবাহও কমবে

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিপাত কমলে ঠাণ্ডা প্রবাহও কমবে

আজ ঢাকা, রাজশাহী, বগুড়া, নওগাঁ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাইবান্ধা জেলায় হালকা বৃষ্টিসহ ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টিপাত না কমা পর্যন্ত এ ঠাণ্ডা বাতাসের প্রবাহ কমবে না বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ‘দেশের বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হচ্ছে। বেশ কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ পরিস্থিতি আরও বেশ কিছু দিন থাকতে পারে। মূলত বৃষ্টিপাত হওয়ায় এলাকার আশপাশের এলাকাগুলোতে ঠাণ্ডা বাতাস বইছে। বৃষ্টি কমে গেলে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করি।’