English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৩:৫১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
একনেকে ১০ প্রকল্প অনুমোদন

চার হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবসহ ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে চার হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ৬০৩ কোটি ৩১ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৫১ কোটি ৩৭ লাখ ও বৈদেশিক সহায়তা থেকে ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।