English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১২:২৫

সভায় বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা; স্থগিত হতে পারে ক্লাসবর্জন

নিজস্ব প্রতিবেদক
সভায় বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা; স্থগিত হতে পারে ক্লাসবর্জন

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আজ মঙ্গলবার সভা আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিকেল পাঁচটায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটায় সভা করে তাঁরা তাঁদের অবস্থান জানাবেন।

লাগাতার কর্মবিরতির অষ্টম দিন গতকাল সোমবার বিকেলে গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে সভা থেকে শিক্ষকদের চলমান ক্লাসবর্জন আন্দোলন স্থগিত করার বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন। সেখানেই একপর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকনেতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে।

উল্লেখ্য, নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।