English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ২০:২৩

গণভবনে প্রধানমন্ত্রীর অন্যরকম আয়োজন

নিজস্ব প্রতিবেদক
গণভবনে প্রধানমন্ত্রীর অন্যরকম আয়োজন

শিল্প-সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম, আইনজীবী, রাজনীতিক ও অধ্যাপকদের সঙ্গে চা চক্রে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের সরকারি বাড়িতে সোমবার বিকালের এই আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে খোলা মাঠে মাদুর পেতে বসেন শেখ হাসিনা। সেখানেই পিঠা-পুলি দিয়ে আপ্যায়িত করা হয় অতিথিদের। গল্প, গান আর কবিতার আড্ডায় সময় কাটছে অতিথিদের। পাশের মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতের খাবারও সেখানেই খাবেন তারা।

বিকাল সাড়ে ৪টায় গণভবনের লনে বিশিষ্ট নাগরিকদের নিয়ে চা চক্র ও পিঠা উৎসব শুরু হয়। খোলা মাঠে ভাগে ভাগে নানা ধরনের পিঠা-পুলির সঙ্গে কাবাব, পরটা, নান ও বিভিন্ন ধরনের খাবার রাখা রয়েছে। সাড়ে ৪টার কিছু সময় পর লনে আসেন শেখ হাসিনা; বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে সঙ্গী করে।

অনুষ্ঠানে এসেই খোলা মাঠে ঘাসের ওপর মাদুর পেতে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বসে পড়েন। তখন আমন্ত্রিত অতিথিদের অনেকেই আশপাশে বসে ও দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছিলেন। মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে আছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই জটিলতার অবসান আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণভবনে রয়েছেন। অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক মীজানুর রহমানও আছেন সেখানে।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, একাত্তর টিভির মোজাম্মেল বাবু অংশ নিয়েছেন এই চা চক্রে। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার আমীর-উল ইসলাম প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে অংশ নিচ্ছেন। 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে এই উৎসবে অংশ নিয়েছে অভিনেতা আলী যাকের, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকেই।