English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১১:৪১

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ এলাকার (শিকদার মেডিকেলের পাশে) ছাবেদ আলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সোমবার সকাল ৯টা ৩৮মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চঞ্চল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে সাবেদ আলী বস্তিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এ অগ্নিকাণ্ডে ১টি রিকশা গ্যারেজসহ দুটি বসতঘর পুড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।