English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৩

রাব্বীকে নির্যাতনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
রাব্বীকে নির্যাতনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর ওপর হওয়া পুলিশি নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে গ্রেপ্তার ও বিচার বিভগীয় তদন্ত  চেয়ে একটি রিট আবেদন হয়েছে।এতে রাব্বীর লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশনা এবং তাকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ কেন দেওয়া হবে না- সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। হেফাজতে নিয়ে রাব্বিকে নির্যাতন ও হয়রানি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েও রুল দিতে বলা হয়েছে আবেদনে। আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি জমা দেন আইনজীবী সানজিদ সিদ্দিকী। তিন আবেদনকারী হলেন- ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী এবং রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার জাহিদ হাসান।

সোমবার আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে জানিয়ে সানজিদ বলেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক, তেজগাঁও পুলিশের উপ কমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং এস আই মাসুদ শিকদারকে এই আবেদনে বিবাদী করা হয়েছে। গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে গতকাল শনিবার সাময়িক বরখাস্ত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৯ জানুয়ারি রাত ১১টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে রাব্বীকে আটক করে উপপরিদর্শক মাসুদের নেতৃত্বে পুলিশের টহল দল। তাঁকে তল্লাশির নামে পুলিশ ভ্যানে তুলে মারধর করে মোটা অঙ্কের টাকা দাবি করেন মাসুদ। একপর্যায়ে রাব্বীকে ‘ক্রসফায়ার’-এর হুমকি দেন তিনি। এসব বিষয় উল্লেখ করে পরদিন সকালে মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী। এরপর উপপরিদর্শক মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।রাব্বী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। নির্যাতনের কারণে মাথা, ঘাড়ের যন্ত্রণায় তাঁর ঘুম হচ্ছে না। রাইফেলের আঘাতে ডান হাতের কনুইয়ে রক্ত ঝরেছে। রাইফেলের খোঁচার কারণে বুকের ডান পাশের ব্যথায় নড়াচড়া করতে পারছেন না। লাঠির আঘাতে বাঁ পায়ে রক্ত জমেছে। তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।