English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৩:১৩

উগ্রবাদের বিরুদ্ধে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় প্রত্যয় ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক
উগ্রবাদের বিরুদ্ধে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় প্রত্যয় ব্যক্ত

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছে বলে বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সভায় সন্ত্রাসবাদের বিপক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। ১৯৩টি দেশের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল এ সভার আয়োজন করে।

সভায় জাতিসংঘের মহাসচিব বান কি-মুন চরমপন্থা দমনে ২২ পৃষ্ঠার সুনির্দিষ্ট কর্ম-কৌশল প্রস্তাব করেন। প্রস্তাবে মহাসচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং ‘মানবতার শত্রু’ হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরে এর মোকাবেলায় নারী, সুশীল সমাজ, ধর্মীয় ও স্থানীয় সরকার নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং গণমাধ্যমের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি সহিংসতা রোধে বাংলাদেশ সরকারের নেয়া নানান পদক্ষেপও তুলে ধরেন।

মন্ত্রী এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে আয়োজিত কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম (সিভিই) অধিবেশনে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা’ স্মরণ করেন। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী সেবার সিভিই-র আলোচনায় যোগ দিয়েছিলেন।