English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৫:১০

কবি রফিক আজাদ গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
কবি রফিক আজাদ গুরুতর অসুস্থ
কবি রফিক আজাদ

একুশে পদকপ্রাপ্ত দেশের অন্যতম প্রধান কবি রফিক আজাদ গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কবি মস্তিস্কে রক্তক্ষরণ সংক্রান্ত রোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ খালি না পাওয়ায় কবিকে ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে কবির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও শরীরের অন্যান্য জটিলতার কারণে কবিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি নিবিড় পরিচর্চা (আইসিউ) কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। কবির পরিবারের পক্ষ থেকে কবির স্ত্রী অধ্যাপক ও কবি দিলারা হাফিজ এবং কবির বড় ভাইয়ের কন্যা নিরু শামসুন নাহার কবির দ্রুত আরোগ্যের জন্য কবির ভক্তকুল ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে হাসপাতালে ভীড় জমিয়ে চিকিৎসায় ব্যাঘাত না করতেও অনুরোধ জানিয়েছেন।