English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৩:৩২

বঙ্গবন্ধুর খুনিকে দেশে পাঠাতে হোয়াইট হাউজকে অনুরোধ

বঙ্গবন্ধুর খুনিকে দেশে পাঠাতে হোয়াইট হাউজকে অনুরোধ

আমেরিকায় পলাতক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এক খুনিকে দেশে ফেরাতে হোয়াইট হাউজের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৪ জানুয়ারি রাতে জ্যাকসন হাইটসে খাবার বাড়ি পালকী সেন্টারে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হোয়াইট হাইজের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার বৈঠক হয়েছে। আমি তাকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারি বঙ্গবন্ধুর একজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছে। তিনি আমার আহ্বানকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগে তা পৌঁছে দিবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে বিদেশি দূতাবাসগুলোর রেড এলার্ট জারিকে অগ্রহণযোগ্য এবং অবাস্তব বলে উড়িয়ে দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, কিছু একটা ঘটনা ঘটলেই বাংলাদেশের বিদেশী দূতাবাসগুলো থেকে কূটনীতিকরা বিভিন্ন কালারের সাদা, নীল, লাল এলার্ট জারি করেন। যা হাস্যকর। অথচ তাদের দেশেই মানুষ গুলিতে মারা যাচ্ছে। প্রতিনিয়ত খুন হচ্ছে। বোমা ফুটছে।

বাংলাদেশে আইএস জঙ্গীদের থাকার সম্ভাবন সম্পর্কে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা অতীতের চেয়ে অনেক ভালো। আমি এখানে বসেই বলছি, বাংলাদেশে কোনো আইএস এর অস্তিত্ব নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসি নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে চলছে।