English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১০:৩০

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। চার দিন বিরতির পর আজ শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিমদের বৃহৎ এই ধর্মীয় জমায়েত। ফজরের নামজের পর থেকেই মুসল্লিদের ঢল নেমেছে ইজতেমা ময়দানে। ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনি নিয়ে এসে এখানে মোতায়েন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের নিরাপত্তায় পাঁচ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করছে।

রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। এর আগে ৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।