English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৬:২১

পোশাকখাতে ১৬ ধাপে অনিয়ম-দুর্নীতি : টিআইবি

নিজস্ব প্রতিবেদক
পোশাকখাতে ১৬ ধাপে অনিয়ম-দুর্নীতি : টিআইবি

তৈরি পোশাক খাতে কার্যাদেশ, উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ার ১৬টি ধাপে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

টিআইবি’র গবেষণা প্রতিবেদনে জানানো হয়, কারখানার মালিকরা নিরীক্ষককে ঘুষের বিনিময়ে কারখানা সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রদানে প্রভাবিত করছেন। ছোট কারখানার ক্ষেত্রে যথাযথ কাগজপত্র না থাকা সত্ত্বেও ঘুষের বিনিময়ে মার্চেন্ডাইজার ওই প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট দেওয়ার ব্যবস্থা করে।

ঘুষের বিনিময়ে কম মজুরি প্রদান, নিম্নমানের পণ্যের বিষয় এড়িয়ে যাওয়ারও ঘটনা ঘটছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এসব অনিয়মে বায়ারদেরও দায় কম নয়।